
প্রিয় পরিবেশবিদগণ,
বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি (বিপিএস)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
অত্যন্ত আনন্দের সহিত জানানো যাচ্ছে যে, বিপিএস কর্তৃক বাংলাদেশে প্রথম ‘এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড-২০২৩’ আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এ প্রেক্ষাপটে আগামী ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, সকাল ১০.৩০ মি. ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলিয় এবং উপদেষ্টা বিপিএস উপস্থিত থাকবেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেঞ্জ ইনিশিয়েটিভ এর প্রতিষ্ঠাতা মোঃ জাকির হোসেন খান, মোঃ জিয়াউর রহমান,চিফ অপারেটিং অফিসার, পিডিসিএ ইনটারন্যশনাল লিঃ, প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন, এমডি এবং সিইও, অনুসন্ধানী ক্রিডস, পরিবেশবিদ আবু জোবায়ের, নির্বাহী পরিচালক, বিপিএস প্রমূখ।
সংবাদ সম্মেলনে ‘এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড-২০২৩’ এর প্রেক্ষাপট ও অনুষ্ঠান সূচির বিষয়ে সবাইকে অবহিত করা হবে। বিপিএস এর একজন সম্মানিত সদস্য হিসাবে আপনাকে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
ধন্যবাদ
Md. Abdul Kader Talukder
Director(Publicity & Communication)
Bangladesh Poribeshbid Society
Mobile: 01714113780
www.poribeshbid.org.bd